পাবলিক চার্জিং স্টেশনে ফোন চার্জ দেওয়া ঝুঁকিপূর্ণ কেন?

অনলাইন ডেস্ক :

 

সম্প্রতি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারত সরকার। এতে বলা হয়, সাধারণ মানুষ যেন চার্জিং পোর্ট ব্যবহার না করেন। অনেকেই বিমানবন্দর, হোটেল এবং এমনকি ক্যাফেতে ইউএসবি পোর্টসহ চার্জিং স্টেশনে ফোনে চার্জ দিয়ে থাকেন। তবে এতে ব্যবহারকারীদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি ইন গত মাসে নিরাপত্তা বার্তা জারি করেছে, যাতে মানুষকে ইউএসবি চার্জার কেলেঙ্কারি থেকে সাবধান থাকতে বলা হয়।জুস জ্যাকিং কী এবং যেভাবে প্রভাবিত করে

 

পাবলিক চার্জারগুলো হ্যাকারের কাছে দারুণ সুযোগ নিয়ে এসেছে। এতে বিভিন্ন ম্যালওয়্যার প্রোগ্রামিং করা থাকে যা গোপনীয় ডাটা এমনকি আর্থিক চুরি করতেও ব্যবহার করা যেতে পারে। এই আক্রমণ জুস জ্যাকিং নামে পরিচিত, যাতে হ্যাকাররা ম্যালওয়্যার দিয়ে চার্জিং ডিভাইসগুলোকে সংক্রামিত করতে ব্যবহার করে। যা ব্যবহারকারীদের আক্রমণ করার একটি সহজ উপায় হয়ে উঠেছে।

 

সিইআরটি-ইন সতর্কবার্তায় বলেন, সাইবার অপরাধীরা ধোঁকা ও প্রতারণার কার্যকলাপের জন্য সর্বজনীন স্থানে ইনস্টল করা ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করতে পারে এবং এই ধরনের সংক্রামিত ইউএসবি চার্জিং স্টেশনে ইলেকট্রনিক ডিভাইস চার্জ করলে ব্যবহারকারীরা জুস জ্যাকিংয়ের শিকার হতে পারেন।

 

নিরাপত্তা সংস্থা আরও সতর্ক করে বলেন, হ্যাকাররা যদি ডিভাইসের অ্যাক্সেস পায়, তাহলে তারা ক্ষতিকারক অ্যাপ ইনস্টল করা থেকে শুরু করে ডাটাও চুরি করতে পারে।

 

সিইআরটি-ইনের পরামর্শ 

পাবলিক চার্জিং স্টেশন বা চার্জার ব্যবহার করার আগে কয়েকবার চিন্তা করুন।

মোবাইল ডিভাইস চার্জ করতে ইলেক্ট্রনিক ওয়াল আউটলেট ব্যবহার করা উচিত।

সর্বদা নিজের পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন।

মোবাইল ডিভাইস লক করে এবং সংযুক্ত ডিভাইসের সঙ্গে পেয়ারিং ডিজেবল করে চার্জ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *