

রাজবাড়ী প্রতিনিধি :
বুধবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর পাংশায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন ঈদে যাত্রীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের বাড়ি ফিরতে পারেন। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা পালন করেছি।
মন্ত্রী বলেন, আমরা যাত্রীদের ফিরতি টিকিটও দিয়েছি। ঈদে যেমন তারা নির্বিঘ্নে বাড়ি ফিরেছেন। ঈদ শেষেও তারা একইভাবে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারবেন।