বিএনপির জনসমর্থন নেই, তাই তারা নির্বাচনেও নেই : মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি :

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াও নির্বাচনেরই অংশ। এটা হতেই পারে। কোনো ব্যক্তির গ্রহণযোগ্যতার কারণে সম্মান দেখিয়ে তার এলাকার অন্য কেউ প্রার্থী হয়নি বা দাঁড়ায়নি। তাই সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে, এটা সংবিধান সম্মত।

 

৫ মে, রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, কোনো প্রার্থীর জনপ্রিয়তা অনেক বেশি, কোন প্রার্থীর কম। এমন হলে ভোটের ব্যবধান বেশি হবে। ভোট একপাক্ষিক বা দ্বিপাক্ষিক বলে কিছু নেই।

 

ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না বলে বিএনপি নেতারা যে কথা বলছে তা জনগণ সমর্থন করে না বলে মনে করেন হানিফ। তিনি বলেন, তাদের কথা পছন্দ করে না কেউ। অনেক চেষ্টা এমনকি নাশকতা করেও বিএনপি গত জাতীয় নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। জাতীয় নির্বাচনে ৪২ ভাগ ভোটার অংশ নিয়েছিল। এবারও মানুষ ভোট দিতে যাবে।

 

তিনি আরো বলেন, নির্বাচন ছাড়া জনপ্রতিনিধি নির্বাচনের কোনো সুযোগ নেই। বিএনপির জনসমর্থন নেই- তাই তারা নির্বাচন থেকে দূরে থাকছে।

 

পরে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ। কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *