আড়ুয়াপাড়া হরিবাসর সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

সজীব নন্দী (কুষ্টিয়া ) :

 

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া হরিবাসর সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব । অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আজ বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) মহাসপ্তমী। শাস্ত্রমতে মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে (ষোল উপাদানে) দেবীর পূজা হবে। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। একই সঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা। এ সময় পূজারীরা প্রতিমার সামনে বসে মায়ের মুখ দর্শন করবেন।

 

আড়ুয়াপাড়া হরিবাসর সার্বজনীন পূজা মন্দিরেই সকাল থেকে শুরু হবে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৬টা ১০ মিনিটে। এছাড়াও দিনব্যাপী চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা চলবে বলে জানান হরিবাসর সর্বজনীন পূজা আয়োজকরা ।

 

হরিবাসর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি অ্যাড. সমীর উকিল বলেন,আমরা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, পূজা মন্দিরে সরকারের সকল নির্দেশনা মোতাবেক পূজা অনুষ্ঠিত হবে। 

 

পূরোহিত রতন চক্রবর্তী বলেন,  গতকাল ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু  হয়েছে শারদীয় দূর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মা দুর্গা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ৮ অক্টোবর বোধন পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী, ১২ অক্টোবর মহানবমী, ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে।

 

আরেক পূরোহিত গণেশ চক্রবর্তী বলেন, ষষ্ঠী পূজায় বিল্ব বৃক্ষের নিচে মাকে ষষ্ঠাধী কল্পারম্ভ, ষষ্ঠীবিহিত পূজা করা হয়। এর মাধ্যমে মাকে মন্দিরের আঙিনায় স্থাপন করা হয়। সেই সাথে বিল্ব বৃক্ষের নিচে মাকে স্নান করে মন্দিরে স্থাপন করা হয়। ষষ্ঠী পূজার মাধ্যমেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় উল্লেখ করে তিনি আরো বলেন, মায়ের কাছে আমাদের প্রার্থনা, মা তুমি বিশ্বের সব জীবকে শান্তি দাও। সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো।

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া  হরিবাসর সার্বজনীন পূজা মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে  পূজামন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ , ২ জন মহিলা ও ৬ জন পুরুষ আনসার মোতায়েন করা হয়েছে।

 

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে।মণ্ডপে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে। সেইসঙ্গে টহল টিমও কাজ করবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপারকে অবহিত করার জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রতিটি পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পূজা মন্দিরে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ছাড়া আনসার মোতায়েন করা হয়েছে।

 

সনাতনি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে মা দুর্গা স্বর্গে কৈলাশ পর্বত হতে দোলায় চড়ে মহাষষ্ঠী বুধবার (৯ অক্টোবর, ২২ আশ্বিন)। মহাসপ্তমী পড়েছে বৃহস্পতিবার (১০ অক্টোবর, ২৩ আশ্বিন)। শুক্রবার (১১ অক্টোবর, ২৪ আশ্বিন) পড়েছে মহাঅষ্টমী। মহানবমী পড়েছে শনিবার (১২ অক্টোবর, ২৫ আশ্বিন)। আর পঞ্জিকামতে শনিবার (১২ অক্টোবর, ২৫ আশ্বিন) রাতে শুরু হয়ে রোববার (১৩ অক্টোবর, ২৬ আশ্বিন) সকাল পর্যন্ত বিজয়ী মহা দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হবে এবং মা দুর্গা তার ভক্তদের কাঁদিয়ে ঘোড়ায় চড়ে স্বর্গে কৈলাশ পর্বতে গমন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *