খুলনায় ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের সেমিনার আজ, সমাবেশ শনিবার

অনলাইন ডেস্ক :

 

তরুণদের রাজনৈতিক ভাবনা তুলে ধরতে খুলনায় ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দলের দুটি কর্মসূচি  আজ শুক্রবার (১৬ মে) শুরু হচ্ছে। কর্মসূচির প্রথমে দিনে শুক্রবার বিকালে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার ও পরদিন শনিবার ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে। 

 

খুলনা ও ররিশাল বিভাগের তরুণ নেতাকমীরা এ কর্মসূচিতে অংশ নেবেন। যুবদল,  স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজক।

 

বৃহস্পতিবার (১৫ মে) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এক সংবাদ সম্মেলনে যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এ তথ্য জানান। 

 

তিনি বলেন, বিএনপি তারুণ্যের ভাবনাকে গুরুত্ব দিচ্ছে। আগামীর নেতৃত্বে তরুণরা প্রধান্য পাবেন। এসব বিষয় সামনে রেখে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

সেমিনারের অতিথিরা সকলেই পেশাজীবী। আবার অংশগ্রহণকারীরা বিভিন্ন পর্যায়ের সাধারণ তরুণ। যারা রাজনীতিতে সম্পৃক্ত নন। এখানে তারা কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত ও ভাবনা তুলে ধরবেন।
যুবদলের এই শীর্ষ নেতা আরো বলেন, গুপ্ত সংগঠনের নামে যে ‘মব’ কালচার চলছে, সেটি চলতে পারে না। তরুণদের এসবে বাইরে থাকতে হবে। 

 

কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সেমিনার ও শনিবার দুপুরে শিববাড়ি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

 

সবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল নয়ন, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ স্বেচ্ছাসেবক দল ও  ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *