

অনলাইন ডেস্ক :
খুলনা ও ররিশাল বিভাগের তরুণ নেতাকমীরা এ কর্মসূচিতে অংশ নেবেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজক।
বৃহস্পতিবার (১৫ মে) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এক সংবাদ সম্মেলনে যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি তারুণ্যের ভাবনাকে গুরুত্ব দিচ্ছে। আগামীর নেতৃত্বে তরুণরা প্রধান্য পাবেন। এসব বিষয় সামনে রেখে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সেমিনার ও শনিবার দুপুরে শিববাড়ি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল নয়ন, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।














