ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা, আরেকজন হাসপাতালে ভর্তি

ডিপি ডেস্ক :

 

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে আরেক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে বসিলা সিটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মো. রাকিব (২২)।

আহত মো. মিলন (৩৮) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাকিব ভোলার চরফ্যাসন এলাকার এবং আহত মিলন ভোলার দক্ষিণ আইচা এলাকার বাসিন্দা। তারা দুজনই বসিলা এলাকায় থাকতেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, সকালে বসিলা এলাকায় ছিনতাইকারী সন্দেহে ২ যুবককে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। পরে তাদেরকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান। 

তারা ছিনতাইকারী কি না জানতে চাইলে স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, তারা ছিনতাইকারী চক্রের সদস্য। ঘটনার তদন্ত চলছে।

তাদেরকে কেন পিটিয়ে হত্যা করা হলো জানতে চাইলে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ছিনতাইয়ের অভিযোগে তাদেরকে গণপিটুনি দেওয়া হয়।

কেউ ছিনতাইয়ের অভিযোগ দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো এমন অভিযোগ পাইনি। থানাতেও এমন অভিযোগ নিয়ে কেউ আসেনি।

তাহলে কীভাবে বুঝলেন যে তারা ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *