

ডিপি ডেস্ক :
সিরাজগঞ্জের কামারখন্দে অজ্ঞাত যানবাহনের চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার (২৮ মে) রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল আরোহী তিন যুবক নলকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাবার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী ট্রাক বা অন্য কোন যানবাহন তাদের চাঁপা দিয়ে পালিয়ে গেছে।
এতে ঘটনাস্থলেই তিন যুবক মারা যায়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।











