সৌদিতে প্রয়োজনীয় নথি না থাকায় প্রায় আড়াই লাখ হজযাত্রীকে মক্কায় প্রবেশে বাধা

অনলাইন ডেস্ক :

প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় ২ লাখ ৬০ হাজারেরও বেশি মুসল্লিকে পবিত্র মক্কা নগরে প্রবেশে বাধা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। এসব মুসল্লি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন।

গত বছর হজের সময় ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ১ হাজার ৩০০-এর বেশি হজযাত্রী মারা গিয়েছিলেন।

এ বছর তাপপ্রবাহের কারণে এ মৃত্যু রোধ করতে মুসল্লিদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ পেলে তাদের মক্কা নগরে ঢুকতে দেওয়া হচ্ছে।

বুধবার (৪ জুন) পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।
গত বছরের মতো এ বছর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নেই।
তবে পূর্বাভাস অনুযায়ী, হজের সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।ইতোমধ্যে প্রায় ১৫ লাখ হজযাত্রী পবিত্র মক্কা নগরে পৌঁছেছেন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার জানিয়েছে, তারা ইতিমধ্যে ৪৪ জন হিটস্ট্রোকের রোগীকে চিকিৎসা দিয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্য উপমন্ত্রী আবদুল্লাহ আসিরি বলেছেন, তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, হজের সময় চরমভাবাপন্ন তাপমাত্রা দেখা যাচ্ছে। তাই তাপজনিত অসুস্থতার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।
আবদুল্লাহ আসিরি আরো বলেন, হজ উপলক্ষে ৫০ হাজার চিকিৎসাকর্মী ও প্রশাসনিককর্মী মোতায়েন করা হয়েছে।

গুরুতর রোগীদের জন্য হাসপাতালে ভেন্টিলেটর–সুবিধার ৭০০টির বেশি শয্যায প্রস্তুত রাখা হয়েছে।সূত্র : গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *