

ডিপি ডেক্স :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারীসহ চার বাংলাদেশি নাগরিককে আটক ও ৪২ বোতল ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাঞ্চনপুরে বিজিবি টহলে চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটকদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে জীবননগর পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়ালপাড়া গ্রামের পাকা রাস্তায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় ঔষধ জব্দ করা হয়েছে।
জব্দ ওষুধ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।










