

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম টুটুল হোসেন (৪০)। তিনি মধুপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশেই মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পাশ থেকে একটি শটগান, কয়েক রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছেপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন চলছে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
নিহত টুটুল দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালু করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার পেছনে কোনো বিরোধ না অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।












