

ডিপি ডেস্ক :
বগুড়ায় মসজিদে ঢুকে আব্দুল মান্নান (৭৪) নামের এক ইমামকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হেফাজতে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (৩০ জুন) জোহরের আজানের পর শহরের মালতীনগর মাটির মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়ার সংশ্লিষ্ট বনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ফরহাদ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক দেলোয়ার হোসেন ভাটকান্দী মধ্যপাড়ার ইউসুফ আলীর ছেলে। ভুক্তভোগী হাফেজ আব্দুল মান্নান জেলার শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকার বাসিন্দা। তিনি মালতীনগর স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। সেইসঙ্গে মান্নান দীর্ঘদিন ধরে মাটির মসজিদে ইমামতি করে আসছেন।
আজ দুপুর সাড়ে ১২ টার দিকে দেলোয়ারসহ দুই যুবক ব্যাগ নিয়ে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। জোহরের আজানের পর ইমাম আব্দুল মান্নান মসজিদের দিকে আসছিলেন। তখন ওই দুই যুবক তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি নেওয়া হয়।
মেডিক্যাল কলেজ হাসপাতাল কলেজ সংশ্লিষ্ট ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুলতান জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে পারিবারিক সিদ্ধান্তে গুরুতর আহত ইমাম মান্নানকে টিএমএসএস রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক দেলোয়ারকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জানান, এ ঘটনায় এখন (সন্ধ্যা) পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে কী কারণে মসজিদের ইমামকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো জানা যায়নি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।










