ময়মনসিংহে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ডিপি ডেস্ক :

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৩১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে একটি মাদরাসার শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি মসজিদের ভেতর আরবি শিক্ষা দিতেন আল-আমিন (৩০) নামে একজন ইমাম। ওই দিন সবাইকে ছুটি দিয়ে পাশের একটি মাদরাসার শ্রেণিকক্ষে নিয়ে ১১ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় মামলা হলে প্রায় ২০ দিন পর র‌্যাব-১৪-এর একটি দল বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত মধ্য রাতে সিলেট সদর উপজেলা থেকে ধর্ষক মো. আলামিনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. আলামিন গফরগাঁও উপজেলার মৃত আবুল কালাম আাজাদের ছেলে। সে স্থানীয় একটি মসজিদে এক বছর যাবৎ ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

র‌্যাব-১৪-র কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, মো. আলামিন স্থানীয় একটি মসজিদে এক বছর যাবৎ ইমামের দায়িত্ব পালন করেন।

গত তিন মাস যাবৎ আলামিন স্থানীয় শিশু-কিশোরদের সকালে মক্তবে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছিলেন। 

গত ৩১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সব শিশু-কিশোরকে ছুটি দিয়ে মসজিদের পাশে মাদরাসা থেকে শিশুকে ঝাড়ু আনতে পাঠান। এ সময় একটি কক্ষে ঝাড়ু আনতে গেলে আলামিনও ওই কক্ষে ঢুকেন। পরে ওই শিশুর মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে বিষয়টি বললে পর দিন ১ আগস্ট মা বাদী হয়ে পাগলা থানায় আলামিনকে আসামি করে মামলা করেন। মামলার পর র‌্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি দিয়ে অবস্থান নিশ্চিত করে সিলেট থেকে আলামিনকে গ্রেপ্তার করে। মো. শামসুজ্জামান আরো বলেন, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের করা জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *