

ডিপি ডেস্ক :
খুলনার রূপসা সেতুর (খানজাহান আলী সেতু) ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।এ বিষয়ে লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।ঘটনাটি নদীতে হওয়ায় বিষয়টি তাৎক্ষণিক নৌ পুলিশকে জানানো হয়।নৌ পুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে আমরা লাশটি উদ্ধার করি। মৃতের ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়।
এ ছাড়া লাশটির ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু সর্বশেষ সংবাদ প্রতিদিন নামের একটি পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।












