

ডিপি ডেস্ক :
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙায় সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গেল রাতে মন্দিরের তালা ভেঙে চুরি করে এক দুর্বৃত্ত।বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত পৌনে ৪টার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। পরে ওই ব্যক্তি মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।
এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি বক্ষ্মীম মুক্ষার্জি জানিয়েছেন, মন্দিরের প্রতিমার কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে ইমিটেশনের কয়েকটি গহনা চুরি করে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে যে প্রতিমার গলায় স্বর্ণের গহনা রয়েছে, এ ধরনের ধারণা থেকে চুরির ঘটনা ঘটতে পারে।
এরই মধ্যে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ।








