

ডিপি ডেস্ক :
রাজবাড়ীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সজিব রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার সাইদুরের ছেলে। তার শ্রীপুর বাজার সংলগ্ন এলাকায় অটোরিকশার ব্যাটারি বিক্রির দোকান রয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের শ্রীপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











