

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাঠপাড়া গ্রামে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত গভীর রাতে পরপর দুটি বাড়িতে ঢুকে সংঘবদ্ধ ডাকাতি চালিয়েছে। পুলিশ পরিচয়ে তারা দরজার কড়া নাড়ে, এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল লুটে নেয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারগুলোর ভাষ্যমতে, ৫ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রথমে হামলা চালায় কৃষক মোহাম্মদ মালিথার (৫৫) বাড়িতে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপার গহনা ও ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পরে একই কৌশলে তারা পাশের বাড়ি, মাছ ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৩২)-এর বাড়িতেও হানা দেয়। সেখান থেকেও স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। উভয় ক্ষেত্রেই ডাকাতরা পরিবারের সদস্যদের হুমকি দেয়, যেন কেউ পুলিশের কাছে না যায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বিষয়টি আমি প্রথমবার শুনলাম। এখনই খোঁজ নিচ্ছি। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমন ডাকাতির ঘটনাগুলো প্রকাশ পাওয়ার পর ফিলিপনগর মাঠপাড়াসহ আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়দের দাবি, দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।












