

ডিপি ডেস্ক :
পাবনার ভাঙ্গুড়ায় অটোভ্যান গাড়ির নিচে পড়ে আমিনা খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
এর আগে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ির সামনে অটোভ্যান গাড়ির নিচে পড়ে আহত হয় আমিনা। আমিনা উপজেলার খানমরিচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের আকবর আলীর মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আমিনার বাবা আকবর আলী একটি অটোভ্যানে সিমেন্ট নিয়ে বাড়িতে আসেন। এ সময় গাড়িটি চালু রেখে লাইট জ্বালিয়ে সিমেন্ট নামানো হচ্ছিল। হঠাৎ আমিনা গাড়িতে উঠে পিকআপ টানলেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আমিনা গাড়ির নিচে পড়ে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুর পরিবারের আপত্তি না থাকায় স্বজনদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।














