রাজশাহীতে সিগারেট চুরির অভিযোগে ৫ নৈশপ্রহরী গ্রেফতার

ডিপি ডেস্ক :

রাজশাহীর বাঘায় চুরির অভিযোগে বাজারের পাঁচ নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন উপজেলার কলাবাড়িয়া গ্রামের মৃত আবু বকর সরকারের ছেলে তাহাজ্জত আলী (৪৫), পরসাওতা বিনোদপুর গ্রামের মৃত তমেজ মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৫০), মহদিপুর (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত কুলিমুদ্দিনের ছেলে হজিমুদ্দিন (৪০), জোতকাদিরপুর গ্রামের মৃত সোহরাব মণ্ডলের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫) এবং একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (৩০)। তারা ৫ জনই উপজেলা সদরের বাঘা বাজারে নৈশপ্রহরী হিসেবে নিযুক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, গত সোমবার (১০ নভেম্বর) রাতে বাঘা বাজারে চুরির ঘটনা ঘটে। ‘মুনির এন্ড ব্রাদার্স’ নামে একটি দোকানের তালা খুলে সিগারেট, সুপারি, এলাচ এবং জিরাসহ বিভিন্ন মশলাজাতীয় পণ্য চুরি করা হয়। তবে পাশে সিসি ক্যামেরা ছিল। সেখানে চুরির দৃশ্য ধরে পড়ে যায়।‘মুনির এন্ড ব্রাদার্স’ দোকানের মালিক মো. মুনির হোসেন বলেন, আমার দোকান থেকে আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায় চোরেরা। পাশের দোকানের সিসি ক্যামেরা দেখে চোরদের চেহারা দেখে শনাক্ত করতে পারি। পরে আমি থানায় লিখিত অভিযোগ করি।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, অভিযান চালিয়ে ৫ নৈশপ্রহরীকে গ্রেফতার করা হয়। তারা চুরির সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) তাদের আদালতে তোলা হয়েছে। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *