কুষ্টিয়া পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :

কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে আজ ২৫ নভেম্বর ২০২৫ সকাল ১০টায় পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যা, সুযোগ-সুবিধা ও সমাধান বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পুলিশের চলমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। অক্টোবর ২০২৫ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সদ্য অবসরে যাওয়া জেলা পুলিশের চারজন সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।

কল্যাণ সভা শেষে দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সব থানা’র অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার সকল কর্মকর্তাকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *