

ডিপি ডেস্ক :
ঝিনাইদহের কোটচাঁদপুর থানার পুলিশ সদস্য আনিসুজ্জামান আনিস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তাল মিলের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিস কোটচাঁদপুর থানার বেতারে দায়িত্বরত ছিলেন। সে চুয়াডাঙ্গা উপজেলার দর্শনা থানার রামনগর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত মহি উদ্দিনের ছেলে।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পুলিশ সদস্য আনিস মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার ভাড়া থেকে কোটচাঁদপুর থানার আসছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তাল মিলের নিকট পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।










