চট্টগ্রামের রাউজানে ফের বাইরে থেকে দরজা বন্ধ করে ঘরে আগুন

ডিপি ডেস্ক :

চট্টগ্রামের রাউজানে আবারও বাইরে থেকে দরজা আটকে দিয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এবার রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামে দুই বসতঘরে আগুন দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে সংঘটিত এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘর দুটি হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের।

এ বিষয়ে স্থানীয় সূত্র জানায়, পশ্চিম সুলতানপুর গ্রামের বাসিন্দা সুখ শীল ও অনিল শীলের মালিকানাধীন দুটি ঘরের সাতটি কক্ষ আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়।সুখ শীল বর্তমানে দুবাইপ্রবাসী এবং অনিল শীল পেশায় দিনমজুর। আগুন লাগার সময় ওই দুই পরিবারের মোট আটজন সদস্য ঘরের ভেতরে অবস্থান করছিলেন।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, টিন ও বাঁশের বেড়া দেওয়া ঘর দুটিতে রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত পৌনে ৪টার দিকে আগুনের তাপে ঘুম ভেঙে গেলে তাঁরা বের হতে চাইলে দেখতে পান, বাইরে থেকে দরজা বন্ধ।পরে বাধ্য হয়ে টিন ও বাঁশের বেড়া কেটে তাঁরা ঘর থেকে বের হয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন।

এ বিষয়ে অনিল শীলের ছেলে দুবাইপ্রবাসী মিঠুন শীল জানান, তিন মাস আগে দেশে এসে বিয়ে করেন তিনি।আগুনে তাঁর পাসপোর্ট, আসবাবপত্র এবং ঘরে রাখা ৮০ থেকে ৯০ হাজার টাকা ও বহু মূল্যবান মালামাল পুড়ে গেছে। তিনি বলেন, ঘরের দুইটি দরজাই বাইরে থেকে হুক লাগানো ছিল।পরে বেড়া কেটে সবাই বের হতে পেরেছি।

এদিকে, আগুন দেওয়ার খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। তাঁরা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ২৫ কেজি চাল, পাঁচ হাজার টাকা এবং কম্বল দেওয়া হয়।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম অগ্নিকাণ্ডের  বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৪টার দিকে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।তিনি জানান, দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে হুক লাগিয়ে আগুন দেয় এবং বাসিন্দারা বেড়া কেটে বের হন। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার গভীর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে এবং তার আগের দিন সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামে একইভাবে হিন্দু সম্প্রদায়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এসব ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *