

ডিপি ডেস্ক :
রাজবাড়ীর পাংশায় প্রাইভেটকারের ধাক্কায় মকছেদ মন্ডল মুছাই নামের এক পথচারী নিহত হয়েছেন।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় পাংশার ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকছেদ মন্ডল যশাই ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত বসারত মণ্ডলের ছেলে।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।












