এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার ও পোশাক বিতরন করলেন আজীম হোসেন ফাউন্ডেশন

কুষ্টিয়া প্রতিনিধি : আদর্শ সমাজ ও উন্নত রাষ্ট্র গঠনে আলোকিত মানুষের বিকল্প নেই।আলোকিত মানুষ যার শেকড়ের অতীত ও ঐতিহ্য আর স্বপ্নের ভবিষ্যৎ মিলেমিশে ছড়াবে আশার আলো, সত্য, সুন্দর ও নির্মাণের অঙ্গীকার উপকৃত হয় তার যাপিত জীবনে এমন কয়েকজন যুবকদের নিয়ে সমাজ গঠনের লক্ষ্যে আজীম হোসেন ফাউন্ডেশন বছরব্যাপী বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বাদ জুম্মা কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় অবস্থিত হাজী শরীয়তুল্লায় ইয়াতিমখানা ও লিল্লাহ বোডিং এর বেশ কিছু এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার ও পোশাক বিতরন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কুওয়াতুল ইসলাম কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ও চৈড়হাস জামে মসজিদের ইমাম মাওলানা মো তরিকুল রহমান

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আহমেদ মৃদুল হাসান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ, জনতা ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার জাকারিয়া ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সাজ আই এলুমিনিয়াম এর ম্যানেজিং ডিরেক্টর সাখওয়াত হোসেন সাগর,

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মীর শহিদুল্লাহ হোসেন মুরাদ, এনামুল হক ইমরান,মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম রানা,তৌফিকুর রহমান সুজন প্রমুখ।

জুম্মার নামাজ শেষে সংক্ষিপ্ত দোয়া মাহফিল শেষে এতিম শিক্ষার্থীদের হাতে পোশাক তুলে দেওয়া হয় এবং অতিথি, সংগঠনটির সকল সদস্য সহ এতিম শিক্ষার্থীরা একসাথে খাওয়া দাওয়া করেন।

উল্লেখ্য আজীম হোসেন ফাউন্ডেশন এ পর্যন্ত বিভিন্ন জনকল্যানমুখি কর্মসূচি গ্রহণের মাধ্যমে বৃহত্তর কুষ্টিয়া জেলার মত উন্নত সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও এই সংগঠনটি বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রত্যাশায় সকলের কাছে দোয়া চেয়েছেন সংগঠনটির সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *