ভারত আবারও রুপির নোট বদলাতে যাচ্ছে

অনলাইন ডেস্ক : আবারও রুপির নোট বদলাতে যাচ্ছে ভারত। পুরনো ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের তিন বছর পূর্ণ হচ্ছে নভেম্বরে। নোট বাতিলে ওই বছরে দুর্ভোগে পড়েন দেশবাসীসহ পর্যটকরা।

ওই সময় দুর্ভোগ কমাতে বাজারে এনেছিল ২০০০ রুপির নোট। তবে ২০১৯-এর ডিসেম্বর শেষ হলেই মেয়াদ ফুরাচ্ছে এসব নোটেরও।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে, ২০১৯ সালের ডিসেম্বর শেষ হলেই বাতিল হচ্ছে ২০০০ রুপির নোট। তার বদলে বাজারে আসছে নতুন ১০০০ রুপির নোট। অর্থাৎ, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে অচল হতে চলেছে ২০০০ রুপির নোটগুলো। ইতোমধ্যেই নতুন করে ২০০০ রুপির নোট ছাপানো বন্ধ করে দিয়েছে আরবিআই।

বেশ কিছু দিন থেকেই ভারতের এটিএম বুথগুলোতে ২০০০ রুপির নোট কম রাখা হয়। জানা গেছে, আরবিআই এই নোট ছাপানো বন্ধ করে দেয়াতেই এটিএম বুথে সেগুলো কম পাওয়া যাচ্ছে। অবশ্য, এর বদলে ৫০০, ২০০ ও ১০০ রুপির নোট থাকছে যথেষ্ট পরিমাণে।

গত ২০১৭ সালে ৩৫৪২ দশমিক ৯৯১ মিলিয়ন ২০০০ রুপির নোট ছাপিয়েছিল আরবিআই। ২০১৮ সালে তা কমে দাঁড়ায় ১১১ দশমিক ৫০৭ মিলিয়নে। চলতি বছরের শুরুতে এটি ছাপানো বন্ধ করে দেয় আরবিআই।

কালো টাকা প্রতিরোধের ব্যবস্থা হিসেবে ২০১৬ সালের ৮ নভেম্বর রাতে হঠাৎ করেই পুরনো ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে দেয় ভারত সরকার। তার বদলে ২০০০ রুপির নোট বাজারে এনেছিল আরবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *