কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র পক্ষ থেকে দুদক মহাপরিচালককে সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন-দুদকের মহাপরিচালক (প্রশাসন) ও কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক মো. জহির রায়হানের কুষ্টিয়ায় শুভাগমণ উপলক্ষে গতকাল সন্ধ্যায় সার্কিট হাউসে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও কেপিসি’র প্রকাশিত স্মরণিকা প্রদান করা হয়। এতে উপস্থিত কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, জামিল হাসান খান খোকন, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, আরিফুজ্জামান লিপটন, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপন, সদস্য মাহমুদুল হক বাদল, কাজী সাইফুল, আলেক চাঁদ, মেজবা উদ্দিন পলাশ, আশিফুজ্জামান শারফু, আল আমিন, সুমন মাহমুদ, আরাফাত হোসেন, আরিফুল ইসলাম, সাগর হেসেন প্রমুখ।
এ সময় দুর্নীতি দমন কমিশন-দুদকের মহাপরিচালক (প্রশাসন) ও কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক মো. জহির রায়হান বলেন, কুষ্টিয়ার গণমাধ্যম বেশ সক্রিয়। বিশেষ করে জনকল্যানে এবং রাষ্ট্রের স্বার্থে সাহসী ভুমিকা পালন করে থাকে। আমি আশা করি বর্তমানে দুর্নীতি বিরোধী অভিযানে এই জেলার সাংবাদিকরা বলিষ্ঠ ভুমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *