ফেসবুক ভুয়া আইডি ‘৫শ ৪০ কোটি’ মুছে ফেলেছে

অনলাইন ডেস্ক : সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৫ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট বের হওয়াতে ৫শ ৪০ কোটি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ।

তারা জানায়, ফেসবুকের কাছে বিভিন্ন দেশের সরকারের তথ্য চাওয়ার পরিমাণ প্রায় ১৬ শতাংশ বেড়েছে। এ বছরের অর্ধেক সময়েই ১ লাখ ২৮ হাজার ৬১৭টি অ্যাকাউন্টের মধ্যে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ ৮২ হাজার ৪৬১টি অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়ে রেকর্ড করেছে। এরপর রয়েছে ভারত, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স।

সরকারের দাবির মুখে অন্তত দুই-তৃতীয়াংশ ব্যবহারকারীর তথ্য প্রদান করেছে ফেসবুক। আর এক্ষেত্রে ব্যবহারকারীরা তাদের বিরুদ্ধে তদন্ত করার বিষয়ে কিচ্ছু জানতেও পারেনি।

অনাকাঙ্ক্ষিত কনটেন্ট ও কার্যক্রম বন্ধে প্রতিদিনই লাখ লাখ ভুয়া অ্যাকাউন্ট তৈরির চেষ্টা প্রতিরোধ করা হচ্ছে। ভুয়া ও অবমাননাকর অ্যাকাউন্ট শনাক্ত এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ভুল তথ্য দিয়ে আইডি তৈরির সঙ্গে সঙ্গেই আইডিগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *