ফেসবুক নিয়ে অশান্তি, স্ত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক : স্বামীর তীব্র আপত্তি সত্ত্বেও গোপনে ফেসবুক নিয়ে রাতের পর রাত সময় কাটাতেন গৃহবধূ। এমন অবস্থায় পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন স্ত্রী। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই নারী। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কোলাঘাটের বাড়বড়িশায়। এই ঘটনায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতা বধূর নাম চৈতালি দাস (‌২৫)‌। স্বামী শুকদেব দাস পেশায় ওয়েল্ডার কর্মী। আট বছর আগে তাঁদের বিয়ে হয়। বর্তমানে তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। এমন অবস্থায় স্ত্রীর অতিরিক্ত মোবাইলে আসক্তি নিয়ে তীব্র বিরোধ বাঁধে।

অভিযোগ, স্বামীর আপত্তি সত্ত্বেও গোপনে ফেসবুক নিয়ে রাতের পর রাত সময় কাটাতেন ওই গহবধূ। বিষয়টি নজরে আসায় স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেন স্বামী। এরপর শুক্রবার রাতে সকলেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে ফের মোবাইলে ফেসবুক সার্চ করছিলেন ওই বধূ। এদিকে শীতের রাতে সকলে ঘুমিয়ে পড়লেও কেন গভীর রাত পর্যন্ত জেগে ফেসবুক দেখছিলেন তা নিয়ে শুরু হয় তীব্র অশান্তি।

অশান্তি চরম আকার ধারণ করলে ভোরেই অভিমানে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই গৃহবধূ। কোলাঘাট বিট হাউস থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে।

ওই নারীর বাপের বাড়ির অভিযোগ, স্বামীর প্ররোচনায় আত্মহত্যা করেছে তাঁদের মেয়ে। এই অভিযোগের পরই স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, কোলাঘাট থানার ওসি কাশীনাথ চৌধুরি বলেন, স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *