সিন্ডিকেট করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে কিছু ব্যবসায়ী

অনলাইন ডেস্ক : সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল বলেছিলেন, ‘বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই’। তার ওই কথা বলার পরদিনই বিপরীত সুর শোনা গেল শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কণ্ঠে। তিনি বলেছেন, কিছু ব্যবসায়ী ‘সিন্ডিকেট’ করে বাজারে অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন।

পেঁয়াজ সঙ্কট দেখা দেওয়ার পর থেকে বাজারে ব্যবসায়ীদের ‘সিন্ডিকেট’ এর বিষয়টি আলোচনায় রয়েছে। সন্দেহ করা হচ্ছে, কিছু ব্যবসায়ী যোগসাজশ করে কৃত্রিম সঙ্কট তৈরি করে বিপুল লাভ করছেন।

এনিয়ে সাংবাদিকদের প্রশ্নে রবিবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি তোফায়েল বলেছিলেন, ‘বাজার সিন্ডিকেট বলতে আসলে কিছু নেই। ব্যবসায়ীরা সরকারের বন্ধু। তাদের সহযোগিতা নিয়েই সরকার কাজ করতে চায়।’

কিন্তু সোমবার শিল্পমন্ত্রী হুমায়ুন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘দেশে এখনও পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সেক্টরে ব্যবসায়ীরা বিভিন্ন সিন্ডিকেট করে, বিভিন্ন বাজারকে অশান্ত করে আজকে দেশে অচল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এ বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা (সাংবাদিকরা) সরকারকে সতর্ক করবেন। কিছু বিষয় এখনও চলছে।’

বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণকে কষ্ট দিয়ে ব্যবসা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান হুমায়ূন।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সুবিধার্থে সুদের হার কমানোর জন্য চেষ্টা করছি। প্রধানমন্ত্রী নিজে চেষ্টা করছেন। কিন্তু আপনারা জনগণের জীবনকে দুর্বিষহ করে ব্যবসা করবেন, এটা কিন্তু ঠিক না।’

‘চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ অবহিতকরণ’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী হুমায়ুন।

শিল্প মন্ত্রণালয় এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *