কুষ্টিয়ার মেয়ে আঁখি শুটিংয়ে ইতিহাস গড়লেন

কুষ্টিয়া প্রতিনিধি : শুটিংয়ে দারুণ এক ইতিহাস গড়লেন কুষ্টিয়ার মেয়ে আরদিনা ফেরদৌস আঁখি। এসএ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে রুপার পদক জিতেছেন তিনি। সাতদোবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে গত শুক্রবার ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪ দশমিক ৬ স্কোর করে রুপা জিতেন আঁখি। ২৩৮ দশমিক ৪ স্কোর নিয়ে সোনার পদক জিতেন ভারতের পারমানানথাম। ২০১৬ সালের এসএ গেমসে বাংলাদেশ ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে রূপা জিতেছিল। দলে ছিলেন আরদিনা, আরমিন আশা ও তুরিং দেওয়ান। এসএ গেমসে এবার শুটিং থেকে সবমিলিয়ে চারটি রূপা জিতল বাংলাদেশ। এর আগে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত, ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন (দলগত) ও মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (দলগত) ইভেন্ট থেকেও রূপা জিতেছে বাংলাদেশ। শুটিংয়ে সবচেয়ে বেশি আশা ছিল আবদুল্লাহেল বাকি ও শাকিলকে নিয়ে। সোনার পদকও আশা করেছিলেন অনেকে। তবে শুটিং থেকে সোনা অধরাই থাকল। অন্যদিকে সোনার পদক জিতে দারুণ খুশি আঁখি। তিনি বলেন, ‘ভারতের শুটাররা অনেক সুবিধা পায়। আমার ম্যাচ টেম্পারমেন্ট ওদের চেয়ে অনেক কম। কারণ ওরা অনেক অভিজ্ঞ। সেই হিসেবে বলব আমি ওনাদের বিপক্ষে ভালো লড়াই করেছি। যে পদকটা পেয়েছি, তাতে আমি অবশ্যই খুশি। আন্তর্জাতিক পর্যায়ে এটাই আমার প্রথম ব্যক্তিগত পদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *