গার্দিওলা বিশ্বের সেরা কোচ : জিনেদিন জিদান

অনলাইন ডেস্ক : জিনেদিন জিদান বলেছেন চলতি মৌসুমে তার মূল লক্ষ্যই হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার শিরোপা উপহার দেয়া। একইসাথে তিনি স্বীকার করেছেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইটা হবে ভীষণ চ্যালেঞ্জিং। আগামী ২৬ ফেব্রুয়ারি ও ১৭ মার্চ শেষ ১৬র দুই লেগে মুখোমুখি হবে রিয়াল-সিটি। চ্যাম্পিয়ন্স লিগে জিদানের রিয়ালের হয়ে পরপর তিনবার শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে। অন্যদিকে গার্দিওলা জিতেজেন দুইবার।

তারপরও কাতালান এই কোচকে বিশ্বের সেরা কোচ হিসেবে অভিহিত করতে ভুল করেননি জিদান। এ সম্পর্কে জিদান বলেন, ‘গার্দিওলার বিপক্ষে খেলাটা সত্যিই দারুন একটি বিষয়। একজন খেলোয়াড় হিসেবেও আমি তাকে শ্রদ্ধা করতাম, এর এখন করি কোচ হিসেবে। বিশ্বের সেরা কোচ তিনি এবং পুরো ক্যারিয়ারেই সে সেটা প্রমান করেছে।’

গার্দিওলার অধীনে বার্সেলোনা ২০০৯ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে। বায়ার্ন মিউনিখ ও সিটির হয়ে ঘরোয়া লিগের শিরোপা জয় করলেও দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন্স লিগে কোন সাফল্যের দেখা পাননি গার্দিওলা। যে কারনে সিটিজেনদের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে জিদান দারুন আগ্রহ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *