
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ’র আখড়াবাড়ীতে বিশাল আক্রিতির সাঁইজির একতারার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্দ্যোগে আখড়াবাড়ী চত্তরে উক্ত সাঁইজির একতারার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোঃ আসলাম হোসেন। উদ্বোধন শেষে লালনের গান পরিবেশন করেন কাঙালিনী সুপিয়াসহ লালন একাডেমির শিল্পিরা। এসময় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম খান, এনডিসি আরিফুর রহমান, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ তাইজাল আলী খান, লালন একাডেমির নির্বাহী সদস্য মোঃ সেলিম হকসহ প্রশাসনের কর্মকর্তা, লালন একাডেমির শিল্পিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।