করোনাভাইরাসের মাধ্যমে সাড়ে ৬ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা!

অনলাইন ডেস্ক : সাপ ও বাদুড়ের শরীর থেকে মানবদেহে আক্রমণকারী করোনো ভাইরাস ১২ দেশে ছড়িয়েছে পড়েছে। ইতোমধ্যে যা চীনে মহামারী রূপ নিয়েছে। ফলে বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসার শঙ্কা দেখা দিয়েছে। এর আগে করোনা ভাইরাসে প্রায় সাড়ে ৬ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে মার্কিন গবেষণা সংস্থা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল গতকাল শনিবার এ খবর দিয়েছে।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিষয়টি জানতে পেরেছিলেন। তারা পরবর্তী ১৮ মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছিলেন।

সাড়ে ছয় কোটি মানুষ উজাড় হয়ে যাবে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। মহামারী আকারে ছড়িয়ে পড়ার অন্তত তিন মাস আগেই এ ব্যাপারে সতর্কতা জারি করেছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সম্পর্কিত বিখ্যাত গবেষণা কেন্দ্র জন হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটি গত বছরের অক্টোবর এ আশঙ্কার কথা প্রকাশ করেছিল।

মার্কিন বিশেষজ্ঞদের আশঙ্কার তিন মাস পর গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনা ভাইরাস দেখা দেয়। এরপরই এ প্রাণঘাতী ভাইরাস দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার পর ইউরোপ-আমেরিকা এমনকি দক্ষিণ এশিয়ার নেপালেও ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। মহামারী ঠেকাতে বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের তুমুল লড়াইয়ের মধ্যে চীনসহ ১২ দেশে নতুন এ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *