

ডিপি ডেস্ক :
মেহেরপুরের গাংনীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে আল-আমিন হোসেন (২৭) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার বামুন্দি গ্রাম থেকে অভিযুক্তকে আটকের পর আদালত পরিচালনা করে এ রায় দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।অভিযুক্ত আল-আমিন হোসেন গাংনী উপজেলার বামুন্দি গ্রামের বাসিন্দা।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন বলেন, ‘শিশুদের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। কেউ এ ধরনের অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।








