কুষ্টিয়ায় ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

কুষ্টিয়া প্রতিনিধি :

কু‌ষ্টিয়ার সদরে নিজ ঘরের দরজা ভেঙে আব্দুর রহমান উজ্জল (৩৫) নামের এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৮ জুন) সকালে উপজেলার পা‌টিকাবাড়ী ইউনিয়নের তাহাজ‌ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহটির পাশে একটি চিরকুট ও পিস্তল উদ্ধার করা হয়েছে। 
নিহত আব্দুর রহমান পা‌টিকাবা‌ড়ী ইউনিয়নের পা‌টিকাবা‌ড়ী বাজার এলাকার বাসিন্দা।

তিনি এক‌টি বিস্কুট কম্পানির পরিবেশক পদে চাকরির পাশাপাশি স্থানীয় বাজারে ব্যবসা করতেন।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পা‌টিকাবা‌ড়ী তাহাজ‌ মো‌ড় এলাকায় পরিবার থেকে কিছুটা দূরে নিজ জ‌মির ওপর এক‌টি টিনের ঘরে একাই বসবাস করতেন উজ্জল। রবিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে পরিবারের সদস্যরা তাকে ডাকতে যায়। কিন্তু ডাকাডাকিতেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে বিছানার ওপর উজ্জলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় তারা।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘরের দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের স্বজনরা দাবি, পা‌রিবা‌রিক কলহের জেরে পৈতৃক বা‌ড়ি থেকে কিছুটা দূরে নিজ জমিতেই টিনের ঘরে থাকতেন উজ্জল। প্রায় তিন মাস আগে ব‌নিবনা না হওয়ায় বউ তার একমাত্র সন্তানকে নিয়ে বাবার বা‌ড়িতে চলে যান।

এর পর থেকে ওই বাড়িতে উজ্জল একাই থাকতেন। বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পা‌টিকাবা‌ড়ী ক্যাম্প পুলিশের এএসআই শামসুল হক। তিনি বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি বিছানার ওপর পড়ে ছিল। এ সময় একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত চিরকুট ও বি‌ভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *