

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সদর উপজেলা থেকে নিখোঁজ অটোরিকশাচালক রফিকুল ইসলামের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশ থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
রফিকুল ইসলাম মোল্লাতেঘড়িয়া আদর্শ পাড়া এলাকার দবির উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্বজনদের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি শান্ত করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,সকালে সড়কের পাশে ওই ব্যক্তির লাশ গাছের সাথে গলায় দঁড়ি দিয়ে বাধা ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। এদিকে হত্যার প্রতিবাদে সকাল ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এ সময় সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এলাকাবাসী মহাসড়ক ছেড়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
পরে থানা পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের ছেলে নিলয় বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে অটোরিকশা নিয়ে বের হন বাবা। এরপর রাতে বাড়িতে না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ ভোর থেকে আবার খুঁজতে বের হয়। কুমারখালীতে ছিলাম। এসময় ফোন পায় বাবার লাশ পাওয়া গেছে। তার দাবি দুর্বৃত্তরা বাবাকে মেরে অটো রিকশা নিয়ে পালিয়ে গেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সার্বিক বিষয় মাথায় রেখেই তদন্ত কাজ চলছে। রাস্তায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।










