যশোরে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ জন

ডিপি ডেস্ক :

যশোরের বাঘারপাড়ায় এক কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (১৩ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। 

এ দিন বিকেল ৩টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা।

আটকরা হলেন – ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন (৩৫), গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার পূর্ববাগবাড়ি গ্রামের আহমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৬) ও বগুড়ার শেরপুর উপজেলার রানিরহাট গ্রামের সুচিত্র লাল মণ্ডলের ছেলে শ্রী রামপ্রসাদ মন্ডল (২৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড থেকে ওই তিন স্বর্ণ চোরাকারবারিকে আটক করে বিজিবি।  পরে দেহ তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ১১টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৩১৫  গ্রাম।

যশোর ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, আটক আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে দুই চোরাকারবারি ঢাকা থেকে যশোর-চৌগাছা হয়ে এবং একজন যশোর-নাভারণ হয়ে ভারতে পাচার করার জন্য স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন। তারা ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে একজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা এবং দু’জন যশোর হয়ে চৌগাছায় গমন করছিলেন।

তিনি আরও বলেন, স্বর্ণসহ আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *