

ডিপি ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যমে আ্যাপস খুলে চটকদারী বিজ্ঞাপন দিয়ে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে তাদেরকে নীলফামারী থেকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ তিন লাখ টাকা, বিপুল পরিমাণ জাল ভিসা, বিমানের ১০টি জাল টিকিট, চারটি চেক বই, বিভিন্ন মোবাইল কম্পানির ১৫টি সিম কার্ড, ২টি ভিসা কার্ড, একটি ল্যাপটপ ও তিনটি খালি স্ট্যাম্প উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- প্রতারক চক্রটির মূলহোতা নীলফামারী জেলার সদর থানার খোকশাবাড়ীর ডোলাপারার মো. আফতারুলের ছেলে মোহাম্মদ এনামুল হক ওরফে আব্দুস সাত্তার (৩৫) একই এলাকার মো. ছলেউদ্দিনের ছেলে মো. আবুল কালাম ওরফে আশরাফ ওরফে রেজাউল করিম (৩০) এবং মৃত হাবিবুর রহমানের ছেলে মো. ইসলাম ওরফে পরাণকে (২৯) গ্রেপ্তার করে।পুলিশ জানায়, গ্রেপ্তাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে আ্যাপস খুলে জনপ্রতি ১২ লাখ টাকার বিনিময়ে ৪৫ দিনের মধ্যে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার বিজ্ঞাপন প্রচার করে। এতে ভুক্তভোগী মো. আওলাদ হোসেনসহ অপর চারজন অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে সম্মত্তি প্রকাশ করে প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে প্রতারিত চারজন তাদেরকে বিভিন্ন ব্যাংকের একাউন্টের মাধ্যমে প্রতারক চক্রকে ৩৮ লাখ প্রদান করে। একপর্যায়ে প্রতারক চক্রটি প্রতারিত ভুক্তভোগী চারজনের সঙ্গেই যোগাযোগ বন্ধ করে দেয়।এতে করে প্রতারিতদের মধ্যে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা সীমান্তের বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. আওলাদ হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল আমলী ২নং আদালতে মামলার জন্য আবেদন করেন।
আদালত ফতুল্লা মডেল থানাকে মামলাটি রেকর্ড করার জন্য নির্দেশ দিলে ফতুল্লা মডেল থানা পুলিশ আবেদনটি মামলা হিসেবে রেকর্ড করেন। মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা ফতুল্ল মডেল থানার উপ-পরিদর্শক নন্দন সরকার তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে চিহ্নিত করে অবস্থান নিশ্চিত হয়ে রবিবার ভোরের দিকে নীলফামারীস্থ নিজ বাড়ি থেকে এজাহার নামীয় আসামি মো. এনামুল হক ওরফে আব্দুল সাত্তার, মো. আবুল কালাম ওরফে আশরাফ ওরফে রেজাউল করিম এবং তদন্ত সাপেক্ষে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ইসলাম ওরফে পরাণকে গ্রেপ্তার করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, বিপুল পরিমাণ জাল ভিসা, বিমানের ১০টি জাল টিকিট, চারটি চেক বই, বিভিন্ন মোবাইল কম্পানির ১৫টি সিম কার্ড, ২টি ভিসা কার্ডসহ নগদ তিন লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে আগস্ট মাসের ২৬ তারিখে ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজু হয়। মামলার পর তদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রতারকচক্রের অবস্থান নিশ্চিত হয়ে নীলফামারী থেকে রবিবার প্রতারক চক্রটির মূল হোতাসহ তিনজকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ভিসা, জাল বিমানের টিকিটি, একটি ল্যাপটপ, নগদ অর্থ, সিম কার্ড, সাদা খালি স্ট্যাম্প উদ্ধার করে।













