

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের এর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী লালন স্মরণোৎসবের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ছেঁউড়িয়ায় লালন মঞ্চে রাষ্ট্রীয়ভাবে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ৩ মিনিটের ভিডিও বার্তায় অনুষ্ঠনের প্রধান অতিথি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সশরীর উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা-পরিচালক কবি রেজাউদ্দিন ষ্টালিন। কুষ্টিয়া জেলা প্রশসাক ও লালন একাডেমীর সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন আন্তজার্তিক খ্যাতিমান লেখক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।
বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট চিন্তক ও গবেষক ফরহাদ মজহার। বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়েরগণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন। আলোচনা সভা শেষে প্রয়াত সংগীত শিল্পী ফরিদা পারভীনের স্মরণে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
১২৯৭ বঙ্গাব্দের ১লা কার্তিক সাধক পুরুষ ফকির লালন শাহ্ দেহত্যাগ করেন। এরপর থেকে তাঁর ভক্ত ও অনুসারীরা আঁখড়া বাড়িতে সাধুসঙ্গসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছেন। ৩দিনের এ অনুষ্ঠানকে ঘিরে আখড়াবাড়ি চত্বরে বসেছে গ্রামীণ মেলা।
প্রতিবছর ১ কার্তিক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের তিরোধান দিবস পালন করা হয়। প্রতিদিন সন্ধ্যায় লালন মঞ্চে আলোচনা শেষে লালন একাডেমির পরিবেশনায় লালন সঙ্গীতানুষ্ঠান এবং তা চলবে গভীর রাত পর্যন্ত।













