ইরাকের পার্লামেন্টে মার্কিন সেনা সরিয়ে নিতে প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক : ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। আজ রবিবার (৫ জানুয়ারি) এক জরুরি বৈঠকে এ বিষয়ক প্রস্তাবে সই করেন ১৭০ পার্লামেন্ট সদস্য।

মার্কিন বিমান হামলায় শুক্রবার ইরানের কুদস বাহিনীর প্রধান কাশেম সোলাইমানি নিহত হওয়ার দুদিন পরেই ইরাকের পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আদেল আব্দুল মাহদি।
সংসদের আইন বিষয়ক কমিটির প্রধান আমার আল শিবলি বলেন, দায়েশ বা আইএস-কে পরাজিত করার পর মার্কিন সেনাদের এখন আর প্রয়োজন নেই। দেশ রক্ষায় আমাদের সশস্ত্রবাহিনী আছে।

ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়া দেশটির প্রতিটি নাগরিকের দাবি বলে কয়েক জন রাজনৈতিক নেতা মন্তব্য করেছেন। এখনো ইরাকে কয়েক হাজার মার্কিন সেনা রয়েছে। নিরাপত্তা চুক্তি অনুযায়ী তাদের পরামর্শমূলক কাজে জড়িত থাকার কথা থাকলেও খোদ ইরাকি বাহিনীর ওপর হামলা চালোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *