
অনলাইন ডেস্ক :
ভারতের মুর্শিদাবাদের রানিনগরের ব্যবসায়ী নজরুল ইসলামের এই কাণ্ডে তাজ্জব এলাকার মানুষ। বড় ছেলে মমিনুলের উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ বাবা নজরুল সংবাদ সম্মেলন ডাকেন বৃহস্পতিবার।
নজরুল বলেন, ‘নভেম্বরে নাকি আরো একটা বিয়ে করবে ছেলে। তাই বাধ্য হয়েই সংবাদ সম্মেলন ডাকলাম।’
সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আর কী করব বলুন! আপনাদের মাধ্যমে যদি ছেলের মুখটা সবাইকে দেখাতে পারি, তা হলে হয়তো আর কোনো মেয়ের সর্বনাশ করতে পারবে না ও।
যদিও বাবার এসব অভিযোগ অস্বীকার করেছেন মমিনুল। পাল্টা তার দাবি, পারিবারিক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করতেই তার বিরুদ্ধে চক্রান্ত করছেন বাবা ও ভাই।
বহুবিবাহ প্রসঙ্গে মমিনুলের বক্তব্য, ‘এটা আমার ব্যক্তিগত বিষয়। আপনাদের মাথা ঘামাতে হবে না। আইনের আশ্রয় নিয়ে সবকিছুর মোকাবেলা করব।’সূত্র : আনন্দবাজার পত্রিকা