‘প্যারাগুয়েতে ডেঙ্গুর থাবা, ১৬ জনের মৃত্যু’

অনলাইন ডেস্ক : বিশ্ব যখন করোনা আতঙ্কে ভুগছে, তখন লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের।

সংবাদমাধ্যমে জানা গেছে, চলতি বছরের গত দুই সপ্তাহ ধরে প্যারাগুয়েতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ৮৯ জনের মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, কারণ তারা ডেঙ্গুজনিত কারণে মারা গেছেন কিনা। এছাড়া এখন পর্যন্ত ৮৫ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, গত সপ্তাহে ৫৭ হাজার মানুষ এ জ্বরে আক্রান্ত ছিলো যা, চলতি সপ্তাহে বেড়ে ৮৫ হাজারে দাঁড়িয়েছে। প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের হাসপাতালগুলোতে ডেঙ্গুজ্বর নিয়ে রোগীরা চিকিৎসার জন্য এসেছে। তাদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোর স্বাস্থ্যকর্মীদের।

এদিকে ডেঙ্গুজ্বর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ৯০ দিনের জরুরি অবস্থার ঘোষণা করেছে দেশটির সরকার।

২০১৩ সালেও ডেঙ্গুজনিত কারণে দেশটিতে ২৫০ জনের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *