ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১লাখ ২০ হাজার ইউএস ডলারসহ জসিম উদ্দীন নামে এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শনিবার(২১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় আটকের বিষয়টি বিজিবি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাতে বেনাপোল সীমান্তের ধান্যখোলা মাঠ থেকে বিজিবি তাকে আটক করে।
পাচারকারী জসিম বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আবু বক্করের ছেলে।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক যুবক বৈদেশিক মুদ্রার বড় একটি চালান ভারতে পাচারের জন্য ধান্যখোলা গ্রামে অবস্থান করছে। এধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাহদুরপুর মাঠে অবস্থান নেয়। পরে তাকে ধাওয়া করে করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১ লাখ বিশ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা ডলার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরেরর প্রক্রিয়া চলছে।