অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এ প্রাণঘাতী ভাইরাস সৌদি আরবেও হানা দিয়েছে। এদিকে, সৌদি আরবে মার্কেটে থুতু ফেলায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার শিরশ্ছেদও করা হতে পারে।
সৌদির উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইলে শপিং ট্রলিতে অজ্ঞাত ওই ব্যক্তি থুতু ফেলেন। এ অভিযোগে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দেশটির এক আইনজীবী জানিয়েছেন, মার্কেটে থুতু ফেলার অভিযোগ প্রমাণিত হলে তার শিরশ্ছেদও করা হতে পারে।
তবে কী উদ্দেশ্যে তিনি এমনটি করেছেন, তা এখনও পরিষ্কার হওয়া সম্ভব হয়নি। তবে বিপণিবিতানে থুতু ফেলা সৌদিতে বড় ধরনের অপরাধ। এ ধরনের কাজ ধর্মীয় ও আইনগতভাবে নিন্দনীয়।
সৌদিতে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০১২ এবং মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।