অনলাইন ডেস্ক : ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ ঠেকাতে গোটা ভারতে লকডাউন শুরু হয়েছে বটে, কিন্তু, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যাটা ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৮৭৩ জন সংক্রমিত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৪৯ জন।
নতুন সংক্রমিতদের মধ্যে শুধুমাত্র শুক্রবারেই আক্রান্ত হয়েছে ১৪০ জন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। শনিবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ জন।
করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১৮০ জন সংক্রমিত হয়েছেন। তারপরই রয়েছে কেরালা। সেখানে করোনায় আক্রান্ত ১৪৯ জন। মোট করোনা আক্রান্তের মধ্যে ৮২৬ জন ভারতীয়। রয়েছেন ৪৭ জন বিদেশিও। সূত্র: আনন্দবাজার