চীন থেকে করোনা পরীক্ষার কিট কিনে চরম বিপাকে নেপাল

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে চীন থেকে উৎপত্তি ভাইরাসটি। এতে আক্রান্ত হয়েছে ৯ লাখ ১২ হাজার মানুষ। মৃত্যু হয়েছে সাড়ে ৪৫ হাজারের।

এশিয়ার দেশ নেপালেও এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। দেশটি দ্রুততম সময়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য চীন থেকে ৭৫ হাজার কিট কিনেছিল, যার মূল্য ৬ কোটি রুপি। কিন্তু এগুলো কিনে এখন বিপাকে পড়েছে নেপাল কর্তৃপক্ষ।
কিটগুলো মানসম্মত নয় এবং এগুলোর পরীক্ষার ফলাফলও নির্ভরযোগ্য নয়। তাই দেশটির সরকার এরই মধ্যে এসব কিট ব্যবহারের প্রতি সতর্কতা জারি করেছে। সূত্র: মাইরেপ্লিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *