রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলা আওয়ামী লীগের সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাংসদের ছেলে আশিক মাহমুদসহ ৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯ জনে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত শুক্রবার (১৫ আগস্ট) রাজবাড়ীর পাঁচ উপজেলা থেকে করোনা উপসর্গ থাকা ৬২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ তাদের প্রতিবেদন এসেছে। সেখানে ৩৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের ছেলে আশিক মাহমুদ মিতুল সহ পাংশা উপজেলার ১৫ জন, রাজবাড়ী সদর উপজেলার ৭ জন, কালুখালী উপজেলার ২ জন, গোয়ালন্দ উপজেলার ১২ জন রয়েছেন।
প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ২ হাজার ৪৯ জন করোনায় আক্রান্তের মধ্যে ১ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।