চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত হওয়া ওই ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৬৭ বছর। শুক্রবার বিকেলে তার করোনা পজেটিভ ধরা পড়ে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, শুক্রবার চট্টগ্রামের করোনা পরীক্ষাগার ফৌজদারহাট বিআইটিআইডি’তে ৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে একজনের করোনা পজেটিভ আছে। আক্রান্ত ব্যক্তির বয়স ৬৭ বছর। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।