কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে অসহায় ও দুস্থদের ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। শুক্রবার সকালে শহরের জুগিয়া রাস্তা পাড়াস্থ ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও আয়োজক কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের একহাজার পরিবারকে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও একটি করে মাক্স দেওয়া হয়।