নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবং মানুষকে ঘরমুখী করতে অবৈধ মোটরসাইকেল জব্দে অভিযানে নেমেছে পুলিশ।
আজ ৪০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গত তিনদিনে শতাধিক মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে এসব মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী’র নেতৃত্বে বৃহস্পতিবার থেকে রবিবার সিংড়া বাসস্ট্যান্ড, বাজার, বামিহাল, জামতলীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মটরসাইকেল জব্দ করা হয়।
ওসি নুর-এ-আলম সিদ্দিকী জানান, বর্তমানে বিশ্বে করোনাভাইরাস এর কারণে সবাই ঝুঁকির মধ্যে আছি। এ সময়ে মানুষকে ঘরে থাকা দরকার। সে লক্ষ্যে আমরা কাজ করছি। গত তিনদিনে প্রায় শতাধিক মোটরসাইকেল আটক করে মটরযান আইনে মামলা দেয়া হয়েছে।