ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- গোলাপ নবী (৪৩) ও রুপা আক্তার (৩৪)। এছাড়াও একই কারণে সদর উপজেলা ডেফলবাড়ীয়া গ্রামে দুইটি মহিষের মৃত্যু ও কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে একটি ধানক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাগুলো ঘটেছে আজ শনিবার সকালে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামে স্বামী গোলাপ নবী ও স্ত্রী রুপা আক্তার বাড়ির পার্শ্ববর্তী বেগুন ক্ষেতে কাজ করছিল। এসময় হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলে তাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই রুপা আক্তার মারা যান। খবর পেয়ে স্থানীয় লোকজন গোলাপ নবীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনিও মারা যায়।
অপরদিকে, একই সময় ডেফলবাড়ী গ্রামের কৃষক গোলাম আলীর প্রায় ৬ লাখ টাকার মূল্যের মহিষ বাড়ির আঙিনার বাঁধা ছিল। এসময় বজ্রপাত পড়লে দু’টি মহিষ মারা যায়। এছাড়া কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মাঠে এক কৃষকের ১০ কাঠা জমির ধান বজ্রপাতে আগুন লেগে পুড়ে যায়। ঝিনাইদহে কালবৈশাখী ঝড়ে বাড়িঘর ও উঠতি ফসল এবং পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।